বাংলাদেশে হওয়া ভূমিকম্পে হতাহতের ঘটনায় গভীর সমবেদনা ও সংহতি জানিয়েছে জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্র। পৃথক বিবৃতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার কথা জানায়।
বাংলাদেশে জাতিসংঘ কার্যালয় সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে জানায়, ঢাকায় আঘাত হানা ভূমিকম্পের ঘটনা তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি মূল্যবান জীবনহানি ও আহত হওয়ার ঘটনায় গভীর সমবেদনা জানান তারা।
ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসও আজকের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সবাইকে সমবেদনা জানিয়ে এক বিবৃতি দেয়। দূতাবাস বলেছে, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর বার্তা যুক্তরাষ্ট্র পুনর্ব্যক্ত করছে।
আজ শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে ঢাকা ও আশপাশের কয়েকটি জেলা। এতে ছয়জনের মৃত্যু এবং বহু মানুষের আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী এলাকায়, যা আগারগাঁও আবহাওয়া অধিদপ্তর থেকে মাত্র ১৩ কিলোমিটার পূর্বে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস পরে জানায়, উৎপত্তিস্থল নরসিংদী থেকে ১৪ কিলোমিটার পশ্চিম–দক্ষিণপশ্চিমে, মাটির ১০ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পের পর রাজধানীসহ বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। উদ্ধারকাজ ও চিকিৎসা তৎপরতা চলমান রয়েছে।

