মেহেরপুরের গাংনী উপজেলায় পৃথক দুই মোটরসাইকেল দুর্ঘটনায় আওয়ামী লীগের স্থানীয় নেতা মিজানুর রহমান ও এক তরুণ মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
শুক্রবার (২১ নভেম্বর) রাতে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে আকুবপুর ও বাওট ভূটি দোকান এলাকায় এ দুর্ঘটনা দুটি ঘটে।
নিহতরা হলেন- গাংনীর বাওট গ্রামের মিজানুর রহমান ওরফে ক্যাপ্টেন (৬০) এবং কুষ্টিয়ার দৌলতপুরের তাছিম (২৫)।
স্থানীয়রা জানান, সন্ধ্যার পর আকুবপুর এলাকায় চারটি মোটরসাইকেল রেস করছিল। দ্রুতগতিতে চলার সময় দুটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি চলন্ত বাসের পেছনে ধাক্কা দিলে চালক–আরোহীরা রাস্তার ওপর ছিটকে পড়ে। তাদের সঙ্গে থাকা আরেক মোটরসাইকেল সড়কে পড়ে থাকা বাইককে ধাক্কা দিয়ে উল্টে যায়। তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানেই চিকিৎসকেরা তাছিমকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে রাত ৯টার দিকে বাওট ভূটি দোকান এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল মিজানুর রহমান ক্যাপ্টেনকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
কুমারীডাঙ্গা পুলিশ ক্যাম্প দুর্ঘটনাকবলিত মোট তিনটি মোটরসাইকেল উদ্ধার করেছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, দুটি দুর্ঘটনাতেই মামলা প্রক্রিয়াধীন। নিহতদের মরদেহ ময়নাতদন্ত ও হস্তান্তরের প্রস্তুতি চলছে।
দুই পৃথক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

