রাজশাহী রেঞ্জের চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার ছয়টি থানায় বিশেষ অভিযান ‘অপারেশন ফার্স্ট লাইট–২’ চালিয়ে ৬৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) মধ্যরাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নওরোজ হাসান তালুকদার সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন—১১ জন ডাকাত, সন্ত্রাসবিরোধী কার্যকলাপে জড়িত ৩ জন, বিস্ফোরক আইনের এক আসামি, ১৮ জন ওয়ারেন্টভুক্ত ব্যক্তি, ৭ জন চিহ্নিত চোর, নিয়মিত মামলার ১১ আসামি এবং মাদকসংশ্লিষ্ট ১৩ জন।
অভিযানে উদ্ধার করা হয়েছে একটি রামদা, একটি লোহার ছুরি, ৪টি হাসুয়া, ডাকাতির কাজে ব্যবহৃত একটি ইলেকট্রিক করাত, ৮টি লোহার রড, ১০০ পিস ট্যাপেন্টাডল, ৪৬ লিটার চোলাই মদ, ২০ পিস ইয়াবা ও ৪৫০ গ্রাম গাঁজা।
অতিরিক্ত ডিআইজি নওরোজ হাসান তালুকদার বলেন, আসন্ন নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, অস্ত্র–মাদক উদ্ধার এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারই ছিল অভিযানের মূল লক্ষ্য। দুই জেলার আরআরএফ ও থানা-পুলিশের মোট ২৫০ সদস্য অভিযানে অংশ নেন। অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

