সেন্টমার্টিন দ্বীপের জেলে আব্দুল গণির জালে ৩২ কেজি ওজনের পোপা মাছ ধরা পড়েছে। মাছটির দাম হাঁকাচ্ছে ১ লাখ। বিক্রির জন্য মাছটি টেকনাফে নিয়ে আসা হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) সকালে সেন্টমার্টিনের সাগর উপকূলে ট্রলার নিয়ে মাছ ধরতে গেলে গণির জালে পোপা মাছটি ধরা পড়ে।
বিষয়টি নিশ্চিত করেছে জেলে আব্দুল গণি।
আব্দুল গণি সেন্টমার্টিন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড পশ্চিম পাড়া মৃত সুলতান আহমদের ছেলে।
এ বিষয়ে জানতে চাইলে গণি জানান, ‘প্রতিদিনের মত সাগরে মাছ ধরতে যায় তারা। সেন্টমার্টিনের অদূরে গভীর সাগরে ভোর রাতে জালে মাছটি ধরা পড়লে আমরা সবাই জাল গুছিয়ে তীরে চলে আসি। পরে ওজন মেপে দেখি প্রায় ৩২ কেজি। গত বছর শীত মৌসুমেও একটি বিশাল বোল মাছ পেয়েছিলাম। আমি আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি।’
টেকনাফ উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, ‘গণি একজন পরিশ্রমী জেলে। প্রতিবছর তার জালে বড় আকারের মাছ ধরা পড়ে, এবারও পেয়েছে। আমি তার সফলতা কামনা করি।’



