ঢাকা শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

ওয়ার্ল্ড বক্সিংয়ের নতুন প্রেসিডেন্ট গেনাডি গোলভকিন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৫, ০৫:২৮ পিএম
গেনাডি গোলভকিন। ছবি- সংগৃহীত

বিশ্ব বক্সিংয়ের প্রশাসনের রাশ এবার হাতে নিতে চলেছেন সাবেক বিশ্ব মধ্য ওজন চ্যাম্পিয়ন এবং অলিম্পিক রৌপ্য পদক জয়ী গেনাডি ‘ট্রিপল জি’ গোলভকিন। কাজাখস্তানের এই কিংবদন্তী অ্যাথলেটকে নতুন সংস্থা ‘ওয়ার্ল্ড বক্সিং’-এর প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করা হয়েছে। আগামী ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে বক্সিং ইভেন্টের নেতৃত্বভার থাকবে তার কাঁধেই।

২০০৪ সালের এথেন্স অলিম্পিকে রৌপ্য পদক জেতা এই তারকা, মধ্য ওজনে সর্বোচ্চ সংখ্যক বিশ্ব শিরোপা প্রতিরক্ষা করার অনন্য রেকর্ডের অধিকারী। বিশ্বজুড়ে বক্সিং ভক্তদের কাছে অত্যন্ত জনপ্রিয় এই মুখটিই ছিলেন প্রেসিডেন্ট পদের একমাত্র প্রার্থী।

স্বাধীন যাচাই প্যানেলের অনুমোদন পাওয়ায় রবিবার অনুষ্ঠিতব্য নির্বাচনে তার কোনো প্রতিদ্বন্দ্বী থাকছেন না, এবং তিনি সরাসরি দায়িত্বভার গ্রহণ করবেন।

অতীতে অলিম্পিক বক্সিং পরিচালনার দায়িত্বে থাকা আন্তর্জাতিক বক্সিং সংস্থা (আইবিএ)-কে ২০২৩ সালে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) বাতিল ঘোষণা করে। বাতিলের কারণ ছিল ধারাবাহিক বিচারিক বিতর্ক, দুর্নীতি এবং প্রশাসনিক কেলেঙ্কারি।

সেই শূন্যতা পূরণের জন্যই জন্ম হয়েছে নতুন সংস্থা ‘ওয়ার্ল্ড বক্সিং’-এর। আর এই নতুন সংস্থার প্রথম প্রেসিডেন্ট হিসেবে গোলভকিনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো—বিশ্বব্যাপী বক্সিংয়ে হারিয়ে যাওয়া বিশ্বাস পুনঃপ্রতিষ্ঠা করা।

গোলোভকিনের নির্বাচনী প্রতিশ্রুতিতে জোর দেওয়া হয়েছে

অর্থনৈতিক স্বচ্ছতা নিশ্চিত করা।

ন্যায্য বিচার ব্যবস্থার জন্য প্রযুক্তি উন্নয়ন।

বিশ্বজুড়ে পুরুষ ও মহিলা বক্সিংয়ের জন্য সুযোগ সম্প্রসারণ।

তিনি উল্লেখ করেছেন, অলিম্পিকে আমি কেবল একজন কাজাখ অ্যাথলেট হিসেবে নয়, ন্যায্য খেলা এবং শৃঙ্খলার মান বজায় রেখে প্রতিযোগিতা করার মূলমন্ত্রও তুলে ধরেছি। পেশাদার বক্সিংয়ে আমি সর্বদা সততা ও সম্মানের সঙ্গে খেলেছি।