ঢাকা শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিদায়, সেমিতে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৫, ০৪:১৮ পিএম
ছবি: সংগৃহীত

কাতারে অনুষ্ঠিত ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ২০২৫–এ আফ্রিকার প্রতিনিধি মরক্কো দলের স্বপ্ন ভাঙলো কোয়ার্টার ফাইনালে। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের কাছে ১–২ গোলে হেরে মরক্কোর অনূর্ধ্ব-১৭ দল সেমিফাইনালের দ্বারপ্রান্তে পৌঁছানোর সুযোগ হারাল।

টুর্নামেন্টের শুরুতে জাপানের কাছে ০–২ এবং পর্তুগালের কাছে ০–৬ ব্যবধানে হারের পর মরক্কো নেমে এসেছে রেকর্ডভাঙা এক জয়ে। নিউ ক্যালেডোনিয়ার বিপক্ষে ১৬–০ গোলে জয় তাদের আত্মবিশ্বাস ফেরাতে সক্ষম হয়।

এরপর যুক্তরাষ্ট্রকে টাইব্রেকারে হারিয়ে রাউন্ড অব ১৬–এ ওঠে মরক্কো। মালিকে ৩–২ গোলে হারিয়ে তারা প্রমাণ করেছে, গুরুত্বপূর্ণ মুহূর্তে লড়াই করার মানসিকতা তাদের আছে।

কোয়ার্টার ফাইনালে ম্যাচের শুরু থেকেই নিয়ন্ত্রণ নিয়েছিল ব্রাজিল। ১৬তম মিনিটে ডেলের গোল ব্রাজিলকে এগিয়ে দেয়। তবে মরক্কো হাল ছাড়ে না। বিরতির ঠিক আগে জিয়েদ বাহা পেনাল্টি থেকে গোল করে স্কোর ১–১-এ সমান করেন, যা নতুন আশা জাগায়।

দ্বিতীয়ার্ধে মরক্কো দৃঢ় রক্ষণাত্মক খেলার মাধ্যমে ব্রাজিলকে চাপে রাখলেও, অতিরিক্ত সময়ের ৯৫তম মিনিটে ডেলের দ্বিতীয় গোলের কারণে সেমিফাইনালের স্বপ্ন শেষ হয় মরক্কোর।