দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে শুরু হয়েছে জি-২০ নেতাদের সম্মেলন। দু’দিনব্যাপী এ অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। ‘সংহতি, ন্যায্যতা এবং টেকসই’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত হচ্ছে এবারের সম্মেলন। পাশাপাশি এবারের সম্মেলনে নিম্ম আয়ের দেশগুলোর ঋণ মওকুফ ইস্যু গুরুত্বের সাথে আলোচিত হবে। গুরুত্ব পাবে জলবায়ু অভিযোজনসহ নবায়নযোগ্য জ্বালানি।
দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী রোনাল্ড লামোলা জানান, এবারের সম্মেলনে ৪২ দেশের প্রতিনিধি অংশগ্রহণ করেছেন। জি-২০’র প্রতিষ্ঠাতা সদস্য দেশ যুক্তরাষ্ট্র এবারের সম্মেলন বয়কট করেছে। গতমাসের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, এবারের জি-২০ সম্মেলনে প্রতিনিধি পাঠাবে না ওয়াশিংটন। ট্রাম্পের অভিযোগ, দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গ খ্রিস্টানরা ‘জাতিহত্যার’ শিকার হচ্ছেন।
যদিও এ অভিযোগ অস্বীকার করে আসছে রামাফোসা সরকার। এ বছর ‘অভ্যন্তরীণ ও পররাষ্ট্রনীতি’ নিয়ে ওয়াশিংটন প্রিটোরিয়ার সম্পর্ক দিন দিন অবনতির দিকে যাচ্ছে।
প্রসঙ্গত, ১৯৯৯ সালে ১৯ টি দেশ নিয়ে জি-২০ প্রতিষ্ঠিত হয়। ইউরোপীয় ইউনিয়ন ও আফ্রিকান ইউনিয়ন সংস্থাটির আঞ্চলিক সদস্যের পদমর্যাদা লাভ করে।



