ঢাকা শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

নিখোঁজের ২ দিন পর মিলল বৃদ্ধের চোখ-কানহীন মরদেহ

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৫, ০৪:০৭ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

বগুড়ার শেরপুর-ধুনট সীমান্তে এক বৃদ্ধের রহস্যজনক ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিখোঁজের দুই দিন পর শনিবার সকালে সীমাবাড়ি ইউনিয়নের লাঙ্গলমোড়া গ্রামের একটি ধানখেত থেকে মো. নুরুল ইসলাম তালুকদার (৬৮) নামের ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে শেরপুর থানা পুলিশ। উদ্ধারের সময় নিহতের শরীরের ডান চোখ উপড়ানো এবং একটি কান ছেঁড়া অবস্থায় দেখা গেছে। নিহত নুরুল ইসলাম ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা।

জানা যায়, গত ২০ নভেম্বর সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেননি নুরুল ইসলাম। পরদিন তার ছেলে ইমদাদুল হক ধুনট থানায় জিডি করেন। শনিবার সকালে ধানখেতে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ৯৯৯-এ কল দেয়।

মরদেহটি যেখানে পাওয়া গেছে, সেটি দুই উপজেলার সীমান্তবর্তী এলাকা। ধুনট থানার ওসি সাইদুল আলম জানান, ৯৯৯-এর কলে সাড়া দিয়ে তারা প্রথমে ঘটনাস্থলে যান। কিন্তু জায়গাটি শেরপুর থানার ভৌগোলিক সীমানায় পড়ায় শেরপুর পুলিশকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়।

শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। হত্যাকাণ্ডের মোটিভ উদ্ধারে পুলিশ কাজ করছে এবং এ প্রতিবেদন লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।