ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁও-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেনের মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে তিনি শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামাঞ্চলের হাট-বাজার পর্যন্ত দাঁড়ি পাল্লায় ভোটের প্রচারণা চালিয়েছেন। এতে অংশ নিয়েছে প্রায় ১০ হাজার মোটরসাইকেল।
শনিবার (২২ নভেম্বর) ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসা মাঠে জড়ো হয়ে সকাল ১০টায় বিশাল মোটরসাইকেল শোডাউন বের করা হয়।
শোডাউনটি ঠাকুরগাঁও সদর উপজেলার পুরাতন বাস স্ট্যান্ড থেকে নারগুন, বেগুনবাড়ী, জগন্নাথপুর, সালন্দর, বালিয়া, ভূল্লী, বড়গাঁও, রাজাগাঁও, রুহিয়া, আকচাসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ডে, জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ গোলচত্বরের সামনে এসে শেষ হয়।
সেখানে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন।
তিনি বলেন, ‘আমরা নিরাপদ ঠাকুরগাঁও গড়ে তুলতে চাই। এই জেলাকে মাদকমুক্ত করে কর্মসংস্থানের মাধ্যমে বেকারত্ব দূর করতে চাই। আমরা দুষ্কৃতিমুক্ত ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে চাই। মেডিকেল কলেজ, ইপিজেড, ইঞ্জিনিয়ারিং কলেজ, বিমানবন্দর চালুসহ বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে ঠাকুরগাঁওকে বিশ্বের বুকে উন্নত জেলা হিসেবে গড়ে তোলার আশা করছি এবং এজন্য সকলের সহযোগিতা কামনা করছি।’
শোডাউনে উপস্থিত ছিলেন জামায়াতের জেলা সেক্রেটারি আলমগীর হোসেন, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহম্মদ, জামায়াত নেতা শামীম হোসেন প্রমুখ।



