এক বক্সিং ইভেন্টে দুই তরুণ বক্সারের মৃত্যু
আগস্ট ১১, ২০২৫, ০২:০৩ পিএম
জাপানের রাজধানী টোকিওর একটি বক্সিং ইভেন্টে দুটি আলাদা লড়াইয়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে দুই তরুণ বক্সারের মৃত্যু হয়েছে।
গত ২ আগস্ট টোকিওর কোরাকুয়েন হলে অনুষ্ঠিত হয়েছিল বক্সিং ইভেন্টটি। এতে অংশ নিয়েছিলেন ২৮ বছর বয়সী সুপার ফেদারওয়েট বক্সার শিগেতোশি কোটারি এবং লাইটওয়েট বক্সার হিরোমাসা উরাকাওয়া। দুর্ভাগ্যজনকভাবে, দুজনের কেউই লড়াইয়ের পর বাড়ি ফিরতে...