ঢাকা শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

সমাজকল্যাণের জয়, শিক্ষার্থীদের জোড়া খাসি উপহার ছাত্রদল নেতার

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৫, ০৬:৩৩ পিএম
সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ক্রিকেট দল। ছবি- রূপালী বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ক্রিকেট দল।

শনিবার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সকাল সাড়ে ৯টায় এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট ৫ উইকেটে জয়লাভ করে ফাইনালে উত্তীর্ণ হয়।

এ সময় মাঠে উপস্থিত থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে খেলাটি উপভোগ করেন ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিক। সমাজকল্যাণের শিক্ষার্থীদের এ জয়ের আনন্দ উপভোগ করতে উপস্থিত শিক্ষার্থীদের দাবির মুখে তিনি দুটো খাসি উপহার দেন।

এ বিষয়ে জানতে চাইলে তারিক বলেন, ‘সমাজকল্যাণের সাবেক শিক্ষার্থী হিসেবে বর্তমান শিক্ষার্থীদের আমন্ত্রণে আজকের আন্তঃবিভাগ খেলাটি উপভোগ করতে এসেছিলাম। মাদকমুক্ত সমাজ বিনির্মাণে এবং শরীর ও মন ভালো রাখতে পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ। যখনই সময় ও সুযোগ হয়, নিজেও খেলি, অন্যদের খেলা উপভোগ করি এবং খেলতে উৎসাহিত করি।’

তিনি আরও বলেন, ‘সমাজকল্যাণের এ জয়ের আনন্দকে দ্বিগুণ করতে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে আজকের এই আয়োজন। আমি বিশ্বাস করি, এতে শিক্ষার্থীরা ভবিষ্যতে খেলাধুলায় সম্পৃক্ত হতে উৎসাহিত হবে। এ ধরনের কর্মসূচিতে শিক্ষার্থীরা ভবিষ্যতেও আমাকে পাশে পাবে, ইনশাআল্লাহ।’

এ বিষয়ে জানতে চাইলে সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী ও খেলোয়াড় তপন কুমার সরকার বলেন, ‘তারিক ভাইকে সমাজকল্যাণের সকল ধরণের কর্মসূচিতে বিগত সময়েও আমরা পাশে পেয়েছি। ভাই অসম্ভব এক ক্রীড়াপ্রেমী মানুষ। ভাইকে যখনই স্মরণ করি, আমরা তাকে পাশে পাই। আজকের জোড়া খাসি প্রাপ্তি তারই অংশ।’