ঢাকা শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

কন্যাকে ‘ধর্ষণের অভিযোগে’ বাবা আটক

যশোর প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৫, ০৮:১৯ পিএম
ছবি- সংগৃহীত

যশোরে শিশু কন্যাকে (১৩) ধর্ষণের অভিযোগে আসলাম গাজী নামে এক পাষণ্ড পিতাকে (৪০) আটক করেছে পুলিশ। শনিবার (২২ নভেম্বর) বিকেলে তাকে আটক করা হয়। শিশুটি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

শিশুর মা জানান, যশোর সদর উপজেলার চাচড়া বাজার এলাকায় ভাড়াবাড়িতে বসবাস করেন। তার স্বামী আসলাম গাজী একজন রিকশাচালক। বৃহস্পতিবার সকালে তিনি বাবার বাড়ি বেড়াতে যান। তার অনুপস্থিতিতে রাতে শিশুকন্যাকে ধর্ষণ করে আসলাম গাজী। শুক্রবার বাড়িতে ফিরে মেয়ের কাছ থেকে ঘটনাটি জানতে পারেন। এ ঘটনায় শনিবার তিনি কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন।

হাসপাতালের গাইনী ওয়ার্ডে দায়িত্বরত চিকিৎসক তানিয়া আক্তার জানান, ডাক্তারি পরীক্ষার জন্য ওই শিশুর নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার পর ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

যশোর কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে বাবা আসলাম গাজীকে আটক করা হয়েছে। ওই শিশুর মা বাদী হয়ে ধর্ষণের অভিযোগে থানায় মামলা করেছেন।