‘ওর জন্মের আগে ৩ সন্তান মারা গেছিল’, বলেন রিহানের মা
আগস্ট ২৪, ২০২৫, ১১:২৫ এএম
চট্টগ্রামের ফটিকছড়ির মধ্যম কাঞ্চন নগরে শিশির ভেজা সকাল যেন আজও কাঁদছে। তালুকদার বাড়ির পাশের চায়ের দোকানে জড়ো হয়েছে মানুষ, মুখে একটাই প্রশ্ন- মাত্র ১৫ বছরের ছেলেটাকে পিটিয়ে মেরে ফেলার মতো অপরাধ কী ছিল তার? মা খাদিজার কোলজুড়ে আজ সন্তান নেই, আছে শুধু কান্না। বাবার দোকান আর ভাঙা হৃদয়ে বেঁচে আছে...