বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ২১, ২০২৫, ১২:১১ পিএম

সিরাজগঞ্জে সন্তানকে বাঁচাতে প্রাণ দিলেন বাবা

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ২১, ২০২৫, ১২:১১ পিএম

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পরিচ্ছন্নতাকর্মী মনিরুল ইসলাম।    ছবি- রূপালী বাংলাদেশ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পরিচ্ছন্নতাকর্মী মনিরুল ইসলাম। ছবি- রূপালী বাংলাদেশ

সিরাজগঞ্জের শাহজাদপুরে বিলের পানিতে নৌকা উল্টে মনিরুল ইসলাম নামে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের এক পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু হয়েছে। নিজের ৭ বছরের শিশু সন্তানকে উঁচিয়ে ধরে বাঁচাতে পারলেও গভীর পানিতে তলিয়ে যান তিনি।

বুধবার (২০ আগস্ট) দুপুরের দিকে উপজেলার কায়েমপুর ইউনিয়নের চিনা ধুকুরিয়া বিলে এ ঘটনা ঘটে। মনিরুল একই ইউনিয়নের ব্রজবালা গ্রামের বাসিন্দা আব্দুস সালামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার দুপুর ১২টার দিকে চিনা ধুকুরিয়া গ্রামের একটি চালকলে ধানা ভাঙাতে নৌকাযোগে যাচ্ছিলেন মনিরুল। ওই নৌকায় তার সঙ্গে তার বাবা আব্দুস সালাম, ৭ বছরের শিশু সন্তান ও ভাগনেও ছিলেন।

তারা চিনাধুকুরিয়া বিলের মাঝমাঝি স্থানে পৌঁছলে ঝোড়ো বাতাস আর ঢেউয়ের দোলায় ধানবোঝাই নৌকাটি উল্টে যায়। এ সময় মনিরুলের বাবা আব্দুস সালাম ও ভাগনে সাঁতরে বিল পার হয়ে আসে। কিন্তু মনিরুল নিজে পানিতে ডুবে দুই হাতে তার শিশু সন্তানকে উঁচু করে ধরে চিৎকার করে। তার চিৎকারে আশপাশের লোকজন নৌকা নিয়ে ছুটে এসে মনিরুলের হাত শিশু ছেলেটিকে উদ্ধার করলেও মনিরুল বিলের গভীর পানিতে তলিয়ে যায়।

এরপর জেলেরা জাল ফেলে তাকে খোঁজার চেষ্টা করে। এক ঘণ্টা খোঁজাখুঁজির পর মনিরুলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ কর্মকর্তা মো. শাহ আলী এ তথ্য নিশ্চিত করে জানান, মনিরুল ইসলাম রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পরিচ্ছন্নতাকর্মী ছিলেন। তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এস.এম হাসান তালুকদার, প্রো-ভিসি প্রফেসর ড. সুমনকান্তি বড়ুয়া ও ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমেদ মনিরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!