ঢাকা শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

মেট্রোলাইনের ওপর ড্রোন, চলাচলে সাময়িক বিঘ্ন

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৫, ০৯:৫২ পিএম
ছবি- সংগৃহীত
রাজধানীর উত্তরা সেন্টার ও উত্তরা দক্ষিণ স্টেশনের মাঝামাঝি মেট্রোরেল লাইনের ওপর একটি ড্রোন পতিত হওয়ায় চলাচলে সাময়িক বিঘ্ন ঘটেছে। তবে কিছু সময় পর আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। 

শনিবার (২২ নভেম্বর) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) ও উপসচিব মো. আহসান উল্লাহ শরীফি বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, উত্তরা সেন্টার ও উত্তরা দক্ষিণ স্টেশনের মাঝামাঝি মেট্রোরেল লাইনের ওপর একটি ড্রোন পড়ে গেলে প্রায় ৯ মিনিট মেট্রোরেলের চলাচল বন্ধ থাকে। রাত ৮টা ৪৭ মিনিট থেকে ৮টা ৫৬ মিনিট পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল।

তিনি আরও বলেন, ড্রোনটি লাইনে পড়ে থাকায় যাত্রী সুরক্ষার স্বার্থে মেট্রোরেলের চলাচল তাৎক্ষণিকভাবে বন্ধ করা হয়। পরে ড্রোন অপসারণ করা হলে ৮টা ৫৬ মিনিটে ট্রেন চলাচল আবার স্বাভাবিকভাবে শুরু হয়।

এ ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি আরও বলেন, ড্রোন অপসারণের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। সাময়িক এ অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।