সাতক্ষীরা–২ (সদর–দেবহাটা) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ও কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি আবদুল খালেকের নেতৃত্বে শোডাউনের মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত হয়েছেন।
শনিবার (২২ নভেম্বর) দুপুরে সদর উপজেলার আলীপুর ইউনিয়নের বাদামতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ৭৩ বছর বয়সী ফজর আলী কারিগর পাড়ার বাসিন্দা।
নিহতের ভাতিজা শামসুজ্জামান বলেন, তিনি অসুস্থ ছিলেন। জোহরের নামাজ পড়তে বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় শোভাযাত্রায় থাকা একটি মোটরসাইকেল ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। রাতেই জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়। জানাজায় জামায়াত নেতারাও অংশ নেন।
সদর থানা জামায়াতের সেক্রেটারি হাবিবুর রহমান জানান, নিহত ব্যক্তি দলেরই কর্মী ছিলেন। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় মোটরসাইকেলের ধাক্কায় তার মৃত্যু হয়েছে।
জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান বলেন, বাদামতলা এলাকায় শোভাযাত্রার মোটরসাইকেলের লুকিং গ্লাসে ধাক্কা লেগেই ফজর আলীর মৃত্যু হয় বলে তারা জানতে পেরেছেন। তিনি অসুস্থ ছিলেন। দাফন ও জানাজায় দলের প্রার্থীসহ নেতাকর্মীরা অংশ নেন এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক মেহেদী হাসান বলেন, মোটরসাইকেলের ধাক্কায় মাথাসহ বিভিন্ন স্থানে আঘাত পেয়ে বৃদ্ধের মৃত্যু হয়েছে। পরিবার কোনও অভিযোগ না করায় সুরতহাল প্রতিবেদন শেষে লাশ হস্তান্তর করা হয়েছে।

