সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ও ক্রিকেট বিশ্বকাপজয়ী ইমরান খানের মৃত্যুর গুজব সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। বিশেষ করে এক্স (পূর্বের টুইটার)-সহ বিভিন্ন প্ল্যাটফর্মে অনেকেই দাবি করছেন, ইমরান খানের মৃত্যু হয়েছে।
তবে পাকিস্তানের কোনো সরকারি বা সংবাদমাধ্যম এখনো এই খবরের সত্যতা নিশ্চিত করেনি। তাই এ মুহূর্তে এটি গুজবই বলা চলে।
এদিকে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলের বাইরে সমর্থকদের মধ্যে হট্টগোল তৈরি হয়েছে। নিরাপত্তা বাহিনী সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে।
চলতি বছরের মে মাসেও ইমরান খানের মৃত্যুর গুজব ছড়িয়েছিল। তখন সামাজিক মাধ্যমে দাবি করা হয়েছিল, তাকে গুলি করে হত্যা করা হয়েছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২৬ নভেম্বর) ইমরানের তিন বোন—নোরিন খান, আলিমা খান ও উজমা খান—তাকে দেখতে গেলে কারা কর্তৃপক্ষ অনুমতি দেয়নি। নোরিন খানের অভিযোগ, নিরাপত্তা বাহিনী তার সঙ্গে হস্তক্ষেপ করেছে, চুল ধরে টাটা-হেঁচড়া করেছে এবং তাকে মাটিতে ফেলে দিয়েছে।
প্রসঙ্গত, ২০২৩ সালের ৯ মে ইসলামাবাদ হাইকোর্ট থেকে ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি) ইমরান খানকে গ্রেপ্তার করে। এরপর তার বিরুদ্ধে বেশ কিছু মামলা হয়েছে, যাদের মধ্যে দুয়েকটিতে ইতোমধ্যেই সাজা হয়েছে।
-20251120162418.webp)

