চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মিনহাজ ইসলাম রিফাত নামে এক ভুয়া শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দীর্ঘদিন ধরে তিনি নিজেকে অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন।
বুধবার (২৬ নভেম্বর) রাত সাড়ে নয়টার দিকে বিভাগের কয়েকজন শিক্ষার্থী তাকে সন্দেহজনক মনে করে আটক করেন। পরে জিরো পয়েন্ট পুলিশ বক্সে নেওয়া হলে প্রক্টরিয়াল বডি ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে নিজেদের হেফাজতে নেন।
আটকের পর তার কাছে থাকা পরিচয়পত্র থেকে জানা যায়, মিনহাজ চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে আর এইচ হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী পরিচয়ে ঘুরে বেড়ানোর পাশাপাশি অর্থনীতি বিভাগের কিছু সিনিয়র নারী শিক্ষার্থীদের উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ বার্তা পাঠাতেন বলেও অভিযোগ পাওয়া গেছে।
অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শ্রেণি প্রতিনিধি সৃজিতা বলেন, অনেক দিন ধরে তার নামে অভিযোগ শুনে আসছি। তিনি আমাদের বিভাগের শিক্ষার্থী বলে দাবি করতেন। কিন্তু ব্যাচের সিআর হিসেবে আমি নিশ্চিতভাবে জানি, তিনি আমাদের ব্যাচের কেউ নন। আজ হাতে–নাতে ধরে ফেলতে পেরেছি।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, তাকে জিজ্ঞাসাবাদে নিশ্চিত হয়েছি, সে ভুয়া শিক্ষার্থী। তার কাছে পাওয়া পরিচয়পত্র অনুযায়ী তিনি একটি হাসপাতালে চাকরি করেন। চবির বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সঙ্গেও তার যোগাযোগ ছিল।
তিনি আরও জানান, মিনহাজকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরে হস্তান্তর করা হয়েছে। পরবর্তী ব্যবস্থা সেখানে থেকেই নেওয়া হবে।

