ঢাকা বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

কাল থেকে প্রাথমিকের শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৫, ১০:৪৫ পিএম
ছবি- সংগৃহীত

প্রাথমিক শিক্ষকদের ৩ দফা দাবি বাস্তবায়নে আগামীকাল (২৭ নভেম্বর) থেকে লাগাতার পূর্ণদিবস কর্মবিরতি শুরু হবে। সরকার থেকে আশ্বাস পাওয়ার পরেও কোনো অগ্রগতি না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ জানিয়েছে, ৩০ নভেম্বরের পরিবর্তে ২৭ নভেম্বর থেকে কর্মবিরতি পালন শুরু হবে, যা দেশের প্রাথমিক শিক্ষকদের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

সংগঠনটি জানিয়েছে, অর্থ মন্ত্রণালয়ের আশ্বাস সত্ত্বেও তাদের দাবির বাস্তবায়নে কোনো দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৮ নভেম্বর ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি এবং পরে শাহবাগে কলম সমর্পণ কর্মসূচির পর পুলিশের অতর্কিত হামলায় শতাধিক শিক্ষক আহত হন। এরপর ৯ নভেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এবং ১০ নভেম্বর অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনায় ৩ দফা দাবির বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়েছিল।

এ ছাড়া, ১৫ দিন পেরিয়ে গেলেও ১১তম গ্রেডের প্রজ্ঞাপনসহ ৩ দফা দাবির বাস্তবায়নে কোনো দৃশ্যমান অগ্রগতি না দেখে, শিক্ষকদের সংগঠন কর্মসূচি এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে, শাহবাগের কর্মসূচিতে আহত চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঝিনাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফাতেমা আক্তার চিকিৎসাধীন অবস্থায় ১৬ নভেম্বর মিরপুর আলোক হাসপাতালের আইসিইউতে মারা যান।

প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের ৩ দফা দাবি হলো:

১. সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে নির্ধারণ।
২. ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেডের জটিলতা নিরসন।
৩. সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি।