ঢাকা বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

ডিআইজি হলেন পুলিশের ৩১ কর্মকর্তা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৫, ১২:০৩ এএম
  • ৬৪ জেলার পুলিশের নেতৃত্বেও বদল

ভোটের আগে পুলিশে রদবদলের মধ্যেই ৩১ জন কর্মকর্তাকে উপ-মহাপরিদর্শক ও ডিআইজি পদে পদোন্নতি দিয়েছে সরকার। গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এদিন আলাদা তিনটি প্রজ্ঞাপনে লটারির মাধ্যমে ৬৪ জেলায় পুলিশ সুপার বদলি ছাড়াও রাজশাহী পুলিশ কমিশনার পদে রদবদল এবং ১৩ পুলিশ সুপারকে পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি করা হয়।

অপর এক আদেশে ‘সুপারনিউমারারি’ উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে দুই কর্মকর্তা পদোন্নতি পেয়েছেন। তারা হলেনÑ ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ এনামুল হক ও সিলেটের রেঞ্জ রিজার্ভ ফোর্সের কমান্ড্যান্ট মো. হুমায়ুন কবীর।

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, তপশিল ঘোষণার তারিখ থেকে নির্বাচনের ফল ঘোষণার পর ১৫ দিন অতিক্রান্ত না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশনের অনুমতি ছাড়া ভোটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বদলি করা যাবে না। পুলিশের ক্ষেত্রে ডিআইজি পদমর্যাদা পর্যন্ত কর্মকর্তাদের ক্ষেত্রে এ বিধান প্রযোজ্য।

এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের ৬৪ জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) পদায়ন করেছে সরকার। পদায়নকৃত এসব এসপি নির্বাচনকালীন দায়িত্ব পালন করবেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে জানানো হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। এর আগে গত সোমবার লটারি করে পদায়নের জন্য এসপি নির্বাচন করা হয়।

এরও আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য লটারি করে ৬৪ জেলার এসপি চূড়ান্ত করা হয়েছিল। গত সোমবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এই লটারি করা হয়। গতকাল নতুন এসপিদের পদায়নের প্রজ্ঞাপন জারি করা হয়।