অল্প সময়ে পাঠকের অন্তরে জায়গা করে নিয়েছে দৈনিক রূপালী বাংলাদেশ। প্রতিষ্ঠার পর থেকেই বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মধ্য দিয়ে ইতোমধ্যে ব্যাপক পাঠকপ্রিয়তা অর্জন করে পত্রিকাটি।
সারাদেশের মতো মৌলভীবাজারেও ‘নতুন সময় নতুন দিন, মুক্তচিন্তার দুরন্ত প্রকাশ’ স্লোগানকে ধারণ করে রূপালী বাংলাদেশ পত্রিকার ২য় বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবে আলোচনা সভা ও কেক কাটার মধ্যদিয়ে শুরু হয় দিনব্যাপি উৎসব।
দৈনিক রূপালী বাংলাদেশের নিজস্ব প্রতিবেদক মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে কেক কাটা উৎসবের উদ্বোধন করেন প্রেসক্লাবের আহ্বায়ক বকসি ইকবাল আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন এনটিভি ও ইনকিলাবের স্টাফ রিপোর্টার এবং সাবেক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, সিনিয়র সাংবাদিক আহমেদ ফারুক মিল্লাদ, লেখক ও কবি সাদেক আহমদ, দিনকালের মৌলভীবাজার জেলা প্রতিনিধি সৈয়দ মমসাদ আহমদ, সাংবাদিক সিরাজুল ইসলাম হাসান, জাহাঙ্গীর হোসেন, এনটিভির ক্যামেরাপার্সন রাকিব হোসেন ও প্রেসক্লাব সহকারী নাইম আহমদসহ অসংখ্য সাংবাদিকগণ। বক্তরা রূপালী বাংলাদেশের সফলতা কামনা করেন।
এ ছাড়াও সামাজিক, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।


