ঝিনাইদহের মহেশপুরে কৃষকের ছদ্মবেশে অভিযান চালিয়ে দুই আন্ত:জেলা ডাকাতকে আটক করেছে মহেশপুর থানা পুলিশ। বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় মহেশপুর উপজেলার দূর্গাপুর পদ্মবিলা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- মহেশপুর পৌর এলাকার বেগমপুর গ্রামের আবুল কাশেমের ছেলে সোহেল রানা (৩০) এবং চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ নফর কান্দি গ্রামের মসলেম খলিখার ছেলে আলী হোসেন (৪০)।
মহেশপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, কিছুদিন ধরেই তারা মহেশপুর উপজেলা ও আশপাশের এলাকায় রাস্তায় গাছ ফেলে যানবাহন আটকিয়ে ডাকাতি করে আসছিল তারা।
মহেশপুর থানার ওসি নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পদ্মবিল এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুই ডাকাত বিভিন্ন এলাকায় ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
আটককৃতদের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেছে পুলিশ।


