চট্টগ্রামের ফটিকছড়িতে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মশাল মিছিল করেছেন উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহারের অনুসারী নেতাকর্মীরা।
বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় নাজিরহাট আদর্শ স্কুল মাঠ থেকে শুরু হয়ে মিছিলটি চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে নাজিরহাট পৌরসভা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মশাল হাতে বিক্ষুব্ধ নেতাকর্মীরা বলেন, “ফটিকছড়ির আপামর জনগণের প্রার্থী কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহারকে বঞ্চিত করে অন্যকে মনোনয়ন দেওয়ায় তৃণমূলের নেতাকর্মীসহ সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়েছে।”
নেতাকর্মীরা অবিলম্বে ঘোষিত প্রাথমিক মনোনয়ন পরিবর্তন করে উপজেলা বিএনপির আহ্বায়ক আজিম উল্লাহ বাহারকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের হাইকমান্ডের প্রতি জোর দাবি জানান।
উল্লেখ্য, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীরকে প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছে দল।


