যশোরের চৌগাছায় কপোতাক্ষ নদের পাড়ের মাটি কেটে বিক্রি করার অপরাধে এক ব্যক্তির কাছ থেকে ৮০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলার দিঘলসিংহ মৌজায় কপোতাক্ষ নদের পাড়ে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রকৌশলী তাসমিন জাহান।
এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও ভূমি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানে কপোতাক্ষ নদের পাড়সহ অবৈধভাবে মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় আজমির রহমান নামে এক ব্যক্তির কাছ থেকে ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক প্রকৌশলী তাসমিন জাহান জানান, নদী ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


