সফরকারী আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। সিরিজের দুই ম্যাচেই দাপুটে ক্রিকেট খেলেছে স্বাগতিকেরা। আজ থেকে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। এই সিরিজেও আগ্রাসী ক্রিকেট খেলে জিততে চায় বাংলাদেশ। গত মঙ্গলবার চট্টগ্রামের উদ্দেশে ঢাকা ছাড়ার আগে দলের এমন লক্ষ্যের কথাই জানান টিম ডিরেক্টর আব্দুর রাজ্জাক। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি হোম সিরিজ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতলেও টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচের একটিতেও জিততে পারেনি তারা। এবার আয়ারল্যান্ডের বিপক্ষে এমন ঘটনা ঘটবে না বলে প্রত্যাশা করছেন রাজ্জাক।
অন্যদিকে, টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে মুখোমুখি অবস্থানে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস ও নির্বাচকেরা। গতকাল সংবাদ সম্মেলনে লিটন দাবি করেন, তার সঙ্গে কোনো প্রকার আলোচনা না করেই দল গঠন করেছেন নির্বাচকেরা। ক্রিকেট বোর্ড থেকে যে দল দেওয়া হয়, তাকে সেই দল নিয়ে কাজ করতে হবে বলে জানান। টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন শামীম পাটোয়ারী। তার বদলে দলে নেওয়া হয়েছে মাহিদুল ইসলাম অঙ্কনকে। দল গঠন প্রসঙ্গে জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেছেন, কোচ, অধিনায়ক সবার সঙ্গে আলাপ-আলোচনা করেই দল গঠন করেছেন তারা। তবে দলে জায়গা পাওয়া ক্রিকেটারদের সামর্থ্যরে ব্যাপারে কোনো প্রশ্ন তুলছেন না লিটন। বর্তমান দল নিয়েই সেরা পারফরম্যান্স উপহার দিতে চান স্বাগতিকেরা। চট্টগ্রামের উইকেট বরাবরই ব্যাটিং-বান্ধব হয়ে থাকে। সবশেষ কয়েকটি সিরিজে ব্যাট হাতে ভালো করতে পারছিল না বাংলাদেশ দল। একের পর এক ব্যাটসম্যানরদের ব্যর্থতা লেগেই ছিল। অবশেষে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে রানে ফিরেছেন ব্যাটসম্যানরা। টপ অর্ডার থেকে মিডল অর্ডারÑ সব ব্যাটসম্যানই এই সিরিজে নিজেদের প্রমাণ করেছেন। আর এই সিরিজে ব্যাটিং কোচ হিসেবে রয়েছেন মোহাম্মদ আশরাফুল। প্রত্যাশা করা হচ্ছে, চট্টগ্রামের ব্যাটিং উইকেটে টি-টোয়েন্টি সিরিজেও রানে ফিরবেন স্বাগতিক ব্যাটসম্যানরা।
এদিকে, টেস্ট সিরিজ হারের পর টি-টোয়েন্টি সিরিজে ভালো ক্রিকেট খেলে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় আইরিশদের। টি-টোয়েন্টি সিরিজে সেরা পারফরম্যান্স প্রদর্শন করার চেষ্টায় থাকবে তারা। এ পর্যন্ত বাংলাদেশ ও আয়ারল্যান্ড পরস্পরের বিপক্ষে মোট আটটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। এর মধ্যে বাংলাদেশ জিতেছে পাঁচটি ম্যাচে। বাকি দুটি ম্যাচে জিতেছে আইরিশরা। একটি ম্যাচের ফল হয়নি।
উল্লেখ, আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ হবে ২৯ নভেম্বর। আর সিরিজের শেষ ম্যাচ হবে ২ ডিসেম্বর। সিরিজের সবগুলো ম্যাচ হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহিদ ফ্লাইট ল্যাফটেনেন্ট মতিউর রহমান স্টেডিয়ামেই।

