টার্গেটে প্রবাসীদের বাড়ি ডাকাত শঙ্কায় নির্ঘুম রাত
সেপ্টেম্বর ৪, ২০২৫, ১০:১৫ এএম
বিভিন্ন এলাকায় প্রায় একই কৌশলে ডাকাতি হচ্ছে
সিসিটিভি ও প্রহরী নেই, পুলিশ টহল দুর্বল
ওসি বলছেন, সংঘবদ্ধ চক্র জড়িত, তদন্ত চলছে
সিলেটে ডাকাতরা এবার টার্গেট করে নামছে। তাদের নিশানা এখন প্রবাসীদের বাড়ি। শহর ও গ্রামের যেসব বাড়ি প্রবাসীদের, সেসব বাসাবাড়ির ওপর চোখ তাদের। এরই মধ্যে শহর ও আশপাশের কয়েকটি প্রবাসীর বাড়িতে হানা দিয়েছে...