বাগেরহাটের মোরেলগঞ্জে ডাকাত সন্দেহে চারজনকে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। এতে মতিয়ার রহমান (৪৫) নামে একজন নিহত হয়েছেন।
শুক্রবার (২৪ অক্টোবর) ভোরে চিংড়াখাল গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, নিহত মতিয়ার রহমান বাগেরহাট সদর উপজেলার বাসিন্দা।
মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি বলেন, গুরুতর আহত অবস্থায় ৪ জনকে হাসপাতালে আনা হয়। এর কিছুক্ষণের মধ্যেই মতিয়ার রহমান মারা যায়। অপর আহত ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য পুলিশ হেফাজতে খুলনা মেডিকলে কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
মোরেলগঞ্জ থানার (ওসি) মতলুবর রহমানের মুঠোফনে বার বার ফোন দিয়েও তার সাথে যোগাযোগ করা সম্বভ হয়নি।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন