ভোলায় একটি পিস্তল এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ৮ জন ডাকাতকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। রোববার (২৭ জুলাই) সকালে কোস্টগার্ড ভোলা দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
গত শুক্রবার বিকেলে ও গতকাল শনিবার সকালে ভোলা সদর উপজেলার তুলাতুলী ঘাট ও দৌলতখান উপজেলার চরবৈরাগী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন- সুজন (৩৫), মো. জাকির (৪৮), মো. সোহাগ (২৪), মো. আল আমিন (৪০), মো. শাহ আলী (৬০), মো. হানিফ ফরাজী (৬১), মো. শামসুদ্দিন (৪৮) ও আব্দুল হক (৫৬)। তারা ভোলা সদর ও চরফ্যাশন উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
কোস্টগার্ড জানিয়েছে, বেশ কিছুদিন ধরে ভোলার দৌলতখান উপজেলার চরবৈরাগী এবং আশপাশের চর এলাকায় একটি ডাকাত দল স্থানীয় জনসাধারণ এবং জেলেদের জিম্মি করে চাঁদাবাজি, জমি দখল ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল। অভিযোগের ভিত্তিতে শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতুলী ঘাট এলাকায় স্থানীয়দের সহযোগিতায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই এলাকা থেকে একটি পিস্তলসহ তিন ডাকাতকে আটক করা হয়।
পরে আটক ডাকাত সদস্যদের দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার ভোর ৫টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দৌলতখান উপজেলার চরবৈরাগী এলাকায় স্থানীয়দের সহযোগিতায় আরও একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ওই এলাকা থেকে সাতটি দেশীয় অস্ত্রসহ আরও পাঁচ ডাকাতকে আটক করা হয়।
সিয়াম-উল-হক জানান, জব্দ অস্ত্র ও আটক ডাকাত সদস্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ভোলা সদর ও দৌলতখান থানায় হস্তান্তর করা হয়েছে।
ভোলা সদর মডেল থানার ওসি আবু শাহাদাৎ মো. হাচনাইন পারভেজ আজ বেলা ১১টার দিকে জানান, আটক ডাকাতদের এখনো থানায় হস্তান্তর করা হয়নি।
দৌলতখান থানার ওসি মো. জিল্লুর রহমান বলেন, ‘আটক তিন ডাকাত সদস্যকে থানায় হস্তান্তর করেছে কোস্টগার্ড।’

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
       -20251031234404.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন