মুন্সিগঞ্জের গজারিয়ায় অস্থায়ী পুলিশ ক্যাম্প লক্ষ্য করে মেঘনা নদীতে টহলরত পুলিশের ওপর সশস্ত্র ডাকাতদের হামলা ও গোলাগুলির ঘটনায় জড়িত রিপন ডাকাতসহ তিন জনকে আটক করেছে র্যাব-১১।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে র্যাব-১১-এর অপস অফিসার মো. গোলাম মোর্শেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
র্যাব জানায়, বুধবার রাত ২টার দিকে ঢাকার মতিঝিলের গাংচিল হোটেল থেকে হারুন মেম্বার (৪৫) এবং রাত ৩টার দিকে যাত্রাবাড়ীর কাজলা এলাকা থেকে জামিল উদ্দিন মাসুমকে (৪১) গ্রেপ্তার করা হয়।
তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ৭টার দিকে গাজীপুর সদর উপজেলার তেলিপাড়া এলাকা থেকে রিপন ডাকাতকে (৪০) আটক করা হয়। তাদের বাড়ি মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নে। এ সময় তাদের হেফাজত থেকে চারটি বাটন ফোন উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত রিপনের বিরুদ্ধে মুন্সিগঞ্জ ও চাঁদপুরের বিভিন্ন থানায় অস্ত্র, হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, চুরি ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।
গত ২৫ আগস্ট বিকেলে গজারিয়ার গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুরে অস্থায়ী পুলিশ ক্যাম্পের সামনে মেঘনা নদীতে নৌ-ডাকাত বাহিনীর সদস্যরা গুলি ও ককটেল হামলা চালায়। এতে পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে এবং আধা ঘণ্টারও বেশি সময় ধরে গোলাগুলি চলে।
এ ঘটনায় ঐ ক্যাম্পের এসআই সৈয়দ আজহারুল ইসলাম বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখ করে এবং আরও ২৫-৩০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন। আটককৃত তিন জনের মধ্যে দুই জন এজাহারভুক্ত আসামি।
এ বিষয়ে গজারিয়া থানার ওসি আনোয়ার আলম আজাদ বলেন, ‘আটকের খবর পেয়েছি, তবে এখন পর্যন্ত র্যাব-১১ থেকে তাদের আনুষ্ঠানিকভাবে আমাদের থানায় পাঠানো হয়নি। পাঠানো হলে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন