সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৫, ০৩:১২ এএম

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ

রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৫, ০৩:১২ এএম

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রোববার (২৩ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ভারপ্রাপ্ত ডিন ড. মো. আশেক কবির চৌধুরীর সই করা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, রোববার বিকেল চারটা থেকে আগামী ৩১ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত অনলাইনে ভর্তি আবেদনের সুযোগ থাকবে। প্রাথমিক আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১০০০ টাকা, যা ৪ জানুয়ারি ২০২৬–এর মধ্যে সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে।

ভর্তি পরীক্ষা ও মেধাতালিকা

মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা—এই তিন শাখার জন্য পৃথকভাবে ১০০ নম্বরের এমসিকিউ ভিত্তিক ভর্তি পরীক্ষা নেওয়া হবে। এক ঘণ্টার এই পরীক্ষায় থাকবে ১০০টি প্রশ্ন; ভুল উত্তরের জন্য নম্বর কাটা হবে না।

ভর্তি পরীক্ষার ১০০ নম্বরের সঙ্গে এসএসসির জিপিএর ৪০ শতাংশ এবং এইচএসসির জিপিএর ৬০ শতাংশ যোগ করে মোট ২০০ নম্বরের ভিত্তিতে মেধাতালিকা তৈরি করা হবে।

যোগ্যতা

মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় আবেদন করতে হলে এসএসসি ও এইচএসসিতে আলাদাভাবে ন্যূনতম জিপিএ ২.০ এবং দুই পরীক্ষায় মোট জিপিএ অন্তত ৪.৫০ থাকতে হবে।

বিজ্ঞান ও কারিগরি শাখার ক্ষেত্রে এসএসসিতে ন্যূনতম জিপিএ ২.২৫, এইচএসসিতে ২.০ এবং সম্মিলিত জিপিএ অন্তত ৪.৭৫ প্রয়োজন।

কেবল এসএসসি ২০২২ বা ২০২৩ এবং এইচএসসি ২০২৪ বা ২০২৫–এর পরীক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

অন্যান্য নির্দেশনা

প্রাথমিক আবেদন কলেজ কর্তৃক নিশ্চিত হওয়ার পর শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার সাত দিন আগে ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময় প্রবেশপত্রের সঙ্গে এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড দেখানো বাধ্যতামূলক। মোবাইল ফোন, ক্যালকুলেটরসহ কোনো ইলেকট্রনিক ডিভাইস কেন্দ্রের ভেতরে নেওয়া যাবে না।

ও-লেভেল, এ-লেভেল এবং বিদেশি বোর্ডের শিক্ষার্থীদের ৩১ ডিসেম্বরের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ সরাসরি বা ই-মেইলে আবেদন করতে হবে। একই ফি ১০০০ টাকা জমা দিতে হবে।

খেলোয়াড়, প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা পোষ্য, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীর সন্তানদের কোটায় আবেদন করতে হলে সংশ্লিষ্ট সনদপত্র জমা দিতে হবে। তবে কোটা পেতে হলে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক।

পূর্ববর্তী শিক্ষাবর্ষে (২০২৪–২৫) জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন স্নাতক পর্যায়ে ভর্তি থাকা শিক্ষার্থীরা নতুন শিক্ষাবর্ষে ভর্তির আগে পূর্বের ভর্তি বাতিল না করলে উভয় ভর্তি বাতিল বলে গণ্য হবে।

মেধাতালিকা ও ফি

ধাপে ধাপে প্রথম মেধাতালিকা, শূন্য আসনের ভিত্তিতে দ্বিতীয় মেধাতালিকা, কোটা মেধাতালিকা এবং দুটি ধাপের রিলিজ স্লিপ প্রকাশ করা হবে। তৃতীয় রিলিজ স্লিপ থাকবে না। ফল জানা যাবে ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে।

নির্ধারিত ফিগুলো হলো— প্রাথমিক আবেদন: ১০০০ টাকা, রেজিস্ট্রেশন ফি: এক হাজার ১৩০ টাকা, ভর্তি বাতিল ফি: ৭০০ টাকা এবং ভর্তি পুনর্বহাল ফি: ১০০০ টাকা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রয়োজনে ভর্তি কার্যক্রমের নিয়মাবলি পরিবর্তন, সংশোধন বা সংযোজনের অধিকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

রূপালী বাংলাদেশ

Link copied!