টানা প্রায় ৭ ঘণ্টা পরে রেলপথ অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৪৭তম বিসিএসের রিটেন প্রার্থীরা। দীর্ঘ সময়ে এ অবরোধে অন্তত ৭টি ট্রেনের সিডিউল বিপর্যয় হয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। এতে প্রায় ৭ হাজার যাত্রী দুর্ভোগের শিকার হয়েছেন।
রোববার (২৩ নভেম্বর) দুপুর সোয়া ১টা থেকে রাত ৮টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় স্টেশন এলাকা রাজশাহী-ঢাকা রেলপথ অবরোধ করে তারা এ কর্মসূচি পালন করেছেন। এতে সারা দেশের সঙ্গে রাজশাহীর রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়।
শিক্ষার্থীরা দাবি করেন, ৪০ থেকে ৪৬তম বিসিএসের মধ্যে কোনো কোনো লিখিত পরীক্ষায় পিএসসি ৬ মাস, কোনো কোনো ক্ষেত্রে ৮ মাস কিংবা ১১ মাস পর্যন্ত সময় দিয়েছে। কিন্তু ৪৭তম বিসিএসের ক্ষেত্রে মাত্র দুই মাস সময় দিচ্ছে, যা প্রথমবার অংশগ্রহণকারীদের জন্য মারাত্মক বৈষম্যমূলক।
আন্দোলন প্রত্যাহার করে বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের শিক্ষার্থী মাহবুব আলম বলেন, জনগণের যেন দুর্ভোগ পোহাতে না হয় সেজন্য আমরা আজকের মতো রেল অবরোধ কর্মসূচি রাতের জন্য প্রত্যাহার করছি।
এদিকে টানা অবরোধে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা রহনপুর কমিউটার, পদ্মা এক্সপ্রেস, টুঙ্গিপাড়া এক্সপ্রেস, ঢালারচর এক্সপ্রেস, বনলতা, কপোতাক্ষ ও বাংলাবান্ধা ট্রেনের সিডিউল বিপর্যয় হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী রেলওয়ে স্টেশনের মাস্টার মোহাম্মদ মঈন উদ্দিন বলেন, দুপুর সোয়া ১টা থেকে রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীদের টানা আন্দোলনে ৭টি ট্রেনের সিডিউল বিপর্যয় হয়েছে। এতে দুর্ভোগের শিকার হয়েছেন প্রায় ৭ হাজার যাত্রী। শিক্ষার্থীদের কর্মসূচি শেষে এই রুটের ট্রেন আবার চলাচল শুরু করেছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন