রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৫, ১০:০৯ পিএম

মধুপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ তরুণ নিহত 

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৫, ১০:০৯ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

টাঙ্গাইলের মধুপুরে মোটরসাইকেল ভ্রমণে বের হয়ে রেস করতে গিয়ে দুর্ঘটনায় পতিত রাকিব (২৬) ও ইয়াছিন (৩২) নামে দুই তরুণের মৃত্যু হয়েছে। রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৭টায় টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের জলই-টেলকি মাঝামাঝি বিমানঘাঁটি সাইনবোর্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পিলারের সাথে লেগে ঘটনাস্থলেই দুই তরুণ নিহত হন।

নিহত রাকিব ভোলা জেলার বোরহান উদ্দিন উপজেলার দক্ষিণচর এলাকার তসলিম উদ্দিনের ছেলে এবং ইয়াছিন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পাকুটিয়া পশ্চিম পাড়া এলাকার মোখলেছুর রহমানের মুকুলের ছেলে। দুর্ঘটনায় নিহতরা বন্ধুদের সঙ্গে মধুপুরে ঘুরতে এসেছিলেন। ফেরার পথেই ঘটে এ ঘটনা।

নিহতদের সাথি বন্ধু মাহফুজ জানান, তারা কয়েকজন বন্ধু মিলে তিনটি মোটরসাইকেল নিয়ে রসুলপুর বানারপাড় এলাকায় ঘুরতে গিয়েছিলেন। পরে মোটরসাইকেলযোগে মধুপুরের দিকে ফেরার পথে জলই পৌঁছানোর পর হঠাৎ রাকিবের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। কিছু বুঝে ওঠার আগেই রাস্তার পাশে থাকা পিলারের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। মুহূর্তেই সব শেষ হয়ে যায়।

বন্ধু মোমিনুর বলেন, ‘আমরা সামনে ছিলাম। পেছনে ওদের মোটরসাইকেলটি দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনার শব্দ শোনামাত্রই আমরা ছুটে আসি। দৌড়ে গিয়ে দেখি দুজনই নিস্তেজ হয়ে পড়ে আছে। কোনোভাবেই মানতে পারছি না।’

স্থানীয়রা জানান, দুর্ঘটনার শব্দ শোনামাত্রই তারা ছুটে যান। তবে ততক্ষণে দুই তরুণের জীবন নিভে গেছে। খবর পেয়ে মধুপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। মধুপুর থানার পরিদর্শক (তদন্ত) রাসেল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে। 

রূপালী বাংলাদেশ

Link copied!