আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে সামনে রেখে একাধিক মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।
গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (জেটেব) উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
জয়নুল আবদিন ফারুক বলেন, ‘দেশের গণতন্ত্র ও সাংবিধানিক ব্যবস্থা অতীতে যেসব শক্তি ক্ষতিগ্রস্ত করেছিল, একই শক্তি আজও বিভিন্ন উপায়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে।’
তিনি আরও বলেন, ‘জাতীয়তাবাদী শক্তি প্রতিবারই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এসব ষড়যন্ত্র মোকাবিলার চেষ্টা করেছে। আর সে কারণেই বিভিন্ন মহল নতুন নতুন পরিকল্পনা নিয়ে আবারও নির্বাচনকে বাধাগ্রস্ত করার পাঁয়তারা করছে।’
টেক্সটাইল সেক্টরে অরাজকতা সৃষ্টির প্রচেষ্টার অভিযোগ করে তিনি বলেন, ‘আন্দোলনের অজুহাতে আওয়ামী লীগ ও তাদের সহযোগী মহল এ সেক্টরে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। হাসিনা সরকারের বিদায়ের পরেও কিছু সংখ্যক প্রেতাত্মা দেশের বিভিন্ন জায়গায় সক্রিয় রয়েছে এবং টেক্সটাইল শিল্পকে ধ্বংস করার উদ্দেশ্যে ষড়যন্ত্র চালাচ্ছে।’
সাবেক এ চিফ হুইপ বলেন, ‘বিএনপির ঘোষিত ৩১ দফা এবং দলীয় কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে একটি নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করা সম্ভব।’
নেতাকর্মীদের উদ্দেশে ঐক্যের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে, ইনশাল্লাহ, দেশের মানুষ বিএনপিকেই ভোট দেবে।’ এ সময় তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দেশবাসীর প্রতি দোয়ার অনুরোধ জানান।
সংগঠনের সভাপতি ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বিএনপির নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেনসহ অন্যরাও বক্তব্য দেন।
রূপালী বাংলাদেশের বর্ষপূর্তি আয়োজনে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষে সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ফুলের শুভেচ্ছা জানায়। এ সময় রূপালী বাংলাদেশের প্রধান সম্পাদক করিম আহমদ ও সম্পাদক ও প্রকাশক মো. সায়েম ফারুকী উপস্থিত ছিলেন

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন