ঢাকা বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

৪৪তম বিসিএসের নন–ক্যাডার ৩৯৭৭ পদে নিয়োগ প্রকাশ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৫, ১২:১৬ পিএম
৪৪তম বিসিএসে নন-ক্যাডার। ছবি - সংগৃহীত

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৪তম বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলেও ক্যাডার পদে সুপারিশ না পাওয়া প্রার্থীদের জন্য নন–ক্যাডার পদের বিস্তৃত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়- নবম থেকে একাদশ গ্রেড পর্যন্ত মোট ৩ হাজার ৯৭৭টি শূন্যপদে প্রার্থী বাছাই করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘নন–ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা–২০২৩’ অনুযায়ী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, মেধাক্রম ও প্রাপ্যতার ভিত্তিতে বাছাইপূর্বক সুপারিশ করা হবে। দীর্ঘ প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হলেও ক্যাডারে সুযোগ না পাওয়া প্রার্থীদের জন্য এটি একটি বড় কর্মসংস্থানের সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

নিয়োগযোগ্য ৩ হাজার ৯৭৭টি পদের মধ্যে ৯ম গ্রেডে ৫৮৭টি, ১০ম গ্রেডে ২ হাজার ৯৭৪টি এবং ১১তম গ্রেডে ৪১৬টি পদ রয়েছে। এসব পদের জন্য পছন্দক্রম প্রদান ও আবেদন প্রক্রিয়া ২৭ নভেম্বর থেকে শুরু হয়ে ৭ ডিসেম্বর পর্যন্ত চলবে। আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে।

আগ্রহী ও যোগ্য সকল প্রার্থী পিএসসির সরকারি ওয়েবসাইট www.bpsc.gov.bd এবং টেলিটকের পোর্টাল bpsc.teletalk.com.bd–এ বিস্তারিত নির্দেশনা ও আবেদন ফরম পাবেন।

পিএসসি আশা করছে, এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে বহু মেধাবী প্রার্থী নন–ক্যাডার বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরে কাজের সুযোগ পাবেন।