নতুন করে পাকিস্তানের বিমান হামলার জবাব দেওয়ার হুমকি দিয়েছে আফগানিস্তান। তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, আফগানিস্তানের আকাশসীমা, অঞ্চল এবং জনগণকে রক্ষা করা তাদের বৈধ অধিকার। রয়টার্স জানিয়েছে এ খবর। উপযুক্ত সময়ে প্রয়োজনীয় জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তালেবান সরকারের মুখপাত্র। তবে মুজাহিদের হুমকির পর হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তানের সামরিক বাহিনী। মঙ্গলবার আফগানিস্তানের খোস্ত প্রদেশে বিমান হামলায় ৯ শিশুসহ অন্তত ১০ জন নিহত হয়েছে বলে দাবি তালেবান সরকারের। পাকিস্তানের পেশোয়ারে আত্মঘাতী বোমা হামলায় আধাসামরিক বাহিনীর ৩ সদস্য নিহত হওয়ার এক দিন পর এই হামলা হলো। অক্টোবরে সীমান্তে হামলার পর থেকে উত্তপ্ত পাকিস্তান-আফগানিস্তান সম্পর্ক। এদিকে আফগানিস্তানের খোস্ত প্রদেশের গুরবুজ জেলায় পাকিস্তানি বাহিনীর সাম্প্রতিক বোমাবর্ষণে নারী ও শিশুসহ একাধিক বেসামরিক মানুষের প্রাণহানি ঘটেছে। এ নিয়ে পশতুন সুরক্ষা আন্দোলন (পিটিএম)-এর নেতা মনজুর পশতিন বলেন, খোস্তের গুরবুজ জেলায় পাকিস্তানি বাহিনীর বোমাবর্ষণে নিরীহ নারী-শিশুর মৃত্যু অমানবিক, ইসলামবিরোধী এবং আন্তর্জাতিক সব আইনকে প্রকাশ্যে উপেক্ষা ও অবমাননার স্পষ্ট দৃষ্টান্ত। তিনি অভিযোগ করেছেন যে, হামলার পাশাপাশি ইসলামাবাদে ইউরোপগামী আফগান অভিবাসীদের ওপরও পাকিস্তানি কর্মকর্তারা সহিংস অভিযান চালাচ্ছে।

