ঢাকা বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

শুভেচ্ছাদূত হয়ে জাপানে যাচ্ছেন স্বর্ণলতা

রঙের মানুষ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৫, ০২:০০ এএম

এ সময়ের ছোট পর্দার দর্শকপ্রিয় ও ব্যস্ত অভিনেত্রী স্বর্ণলতা দেবনাথ। ধারাবাহিক ও একক নাটকে নিয়মিত দেখা যায় তাকে। তবে পরিচিতি পেয়েছেন ধারাবাহিক নাটক ‘বকুলপুর সিজন টু’তে অভিনয় করে। বর্তমানে একক ও ধারাবাহিক নাটক ঘিরেই এ অভিনেত্রীর ব্যস্ততা। এদিকে, জাপানের নাম্বার ওয়ান স্কিনকেয়ার ব্র্যান্ড ‘আইশোডো’র শুভেচ্ছাদূত হয়েছেন স্বর্ণলতা। সম্প্রতি প্রতিষ্ঠানটির সঙ্গে ৫ বছরের জন্য আনুষ্ঠানিক চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। তারই অংশ হিসেবে আজ জাপানের উদ্দেশে রওনা দেবেন স্বর্ণলতা। এ তথ্য দৈনিক রূপালী বাংলাদেশকে নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই। উচ্ছ্বাস প্রকাশ করে স্বর্ণলতা বলেন, ‘এর আগে দেশের ব্র্যান্ডের কাজ করলেও এবারই প্রথম বিদেশের এবং জাপানির ব্র্যান্ডের সঙ্গে কাজের সুযোগ হয়েছে।

প্রতিষ্ঠানটির স্কিনকেয়ার প্রোডাক্টের টিভিসিসহ বিভিন্ন প্রচারণায় আগামী ৫ বছর আমাকে পাওয়া যাবে।’

জানা গেছে, ১৩ দিনের সফর শেষে আগামী ১০ ডিসেম্বর দেশে ফিরবেন এই অভিনেত্রী। ফিরেই অংশ নেবেন নাটকের শুটিংয়ে। স্বর্ণলতা বর্তমানে বেশকিছু একক ও ধারাবাহিক নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এ ছাড়া প্রচারের অপেক্ষায় আছে ‘এক্স বনাম নিউ’, ‘ক্লায়েন্ট সার্ভিস’সহ বেশ কয়েকটি নাটক।