শীত মৌসুমে অনাকাক্সিক্ষত ভারি বর্ষণের কারণে থাইল্যান্ড ও মালয়েশিয়ার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পানিতে ডুবে ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে থাইল্যান্ডে প্রাণ গেছে ৮ জনের। ক্ষতিগ্রস্ত ১০টি প্রদেশের অন্তত ৭ লাখ বাসিন্দা। গেল কয়েক দশকের মধ্যে সবচেয়ে মারাত্মক বন্যাকবলিত মালয়েশিয়ার ৮ অঞ্চলে জারি হয়েছে সর্বোচ্চ সতর্কতা। থাইল্যান্ড-মালয়েশিয়া সীমান্তবর্তী শহর হাট ইয়াই। গেল শুক্রবার এক দিনে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় এই শহরে যে পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে তা গেল ৩০০ বছরের মধ্যে সর্বোচ্চ। এর কিছুটা আভাস পাওয়া যাচ্ছে রয়টার্সের ড্রোন ফুটেজে। রাতারাতি তলিয়ে গেছে থাইল্যান্ডের ১০টি প্রদেশ। পানিতে ডুবে বা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেছে বেশ কয়েকজনের। অপ্রত্যাশিত এই দুর্যোগে এক সপ্তাহের ব্যবধানে চরম সংকটে পড়েছেন অন্তত ৭ লাখ মানুষ। সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় দেশের দক্ষিণ প্রান্ত। ২০২৪-এর নভেম্বরে শেষ সপ্তাহে এই একই এলাকায় দেখা দেয় তীব্র বন্যা। সেবার কয়েক লাখ মানুষের পুনর্বাসনের ব্যবস্থা করতে হিমশিম খেতে হয়েছে থাই প্রশাসনকে। বন্যাকবলিত বাণিজ্যিক এলাকায় আরও পাম্প বসিয়ে পানি সরানোর কাজ আরও গতিশীল করার নির্দেশ দিয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী। শহরের উপকণ্ঠে যেখানে বন্যার পানি এখনো পৌঁছায়নি, সেখানকার সড়কে বাস ও ট্রাকের লম্বা লাইন। পরিবহনব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে বেশির ভাগ অঞ্চলেই।

