ঢাকা বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৫-এ এমটিবির চমকপ্রদ সাফল্য

রূপালী ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৫, ০২:১১ এএম

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৫-এ অসাধারণ সাফল্য অর্জন করেছে। এ বছর সর্বোচ্চ চারটি সম্মানজনক পুরস্কার অর্জন করে এককভাবে সবচেয়ে বেশি পুরস্কারপ্রাপ্ত ব্যাংক হিসেবে স্বীকৃতি পায় এমটিবি। গত শনিবার রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে অনুষ্ঠিত হয় পুরস্কার প্রদান অনুষ্ঠানটি। পুরস্কারগুলো এমটিবির ক্রেডিট বিজনেস, প্রিপেইড বিজনেস, অ্যাফ্লুয়েন্ট কার্ড সেগমেন্ট এবং ইনোভেশনে অসামান্য অর্জনের স্বীকৃতি বহন করে। এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।