৬৭ বছর বয়সে মারা যাবেন বলিউডের দুই খান!
মার্চ ১২, ২০২৫, ০১:১৭ পিএম
ভারতের জনপ্রিয় জ্যোতিষী সুশীল কুমার সিং সম্প্রতি এক অনুষ্ঠানে বলেছেন, সুপারস্টার শাহরুখ খান ও সালমান খান ৬৭ বছর বয়সে মারা যাবেন। শুধু তাই নয়, সালমানের শেষ জীবন নাকি হবে দুর্বিষহ। তিনি ভয়াবহ অসুস্থতায় আক্রান্ত হবেন যা কখনোই আর সেরে উঠবে না।সিদ্ধার্থ কান্নানের পডকাস্টে অংশ নিয়ে সুশীল কুমার দাবি করেন, "শাহরুখ...