চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকায় একটি খাবার পানি কারখানায় অবৈধভাব বিএসটিআইয়ের ভুয়া লোগো লাগানোর অপরাধে ওই করখানাকে ২ লাখ টাকা জরিমানা করেছে র্যাব-৭।
সোমবার (২৭ অক্টোবর) র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোহাম্মদ জুবায়ের এ অভিযান পরিচালনা করেন।
র্যাব জানায়, পূর্ব বাকলিয়ার আব্দুল লতিফ হাট এলাকায় অবৈধভাবে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে খাবার পানি উৎপাদন করে বিক্রির জন্য মজুত করে আসছে। এমন তথ্যের ভিত্তিতে গতকাল আনন্দ পিউর ড্রিংকিং ওয়াটার নামের একটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা এবং বিএসটিআইয়ের অনুমোদনবিহীন লোগো ব্যবহার করে ক্ষতিকর মশার কয়েল উৎপাদন এবং বাজারজাত করার অপরাধে আনন্দ সুপার কয়েল কোম্পানি নামক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে বিএসটিআই-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন