পুলিশের লোগো থেকে উঠে গেল নৌকা
এপ্রিল ২২, ২০২৫, ১০:৪৯ পিএম
বাংলাদেশ পুলিশের অফিসিয়াল লোগো পরিবর্তন করা হয়েছে। নতুন লোগোতে বাদ পড়েছে নৌকা। নতুন এই লোগোতে দেখা গেছে, দুই পাশে ধান ও গমের শীষ, উপরে তিনটি পাট পাতা এবং মাঝে পানিতে ভাসমান শাপলা। আর নীচে বাংলায় লিখা ‘পুলিশ’।
পুলিশ সদরদপ্তর এক আদেশে নতুন লোগো পরিবর্তনের কথা আগেই জানিয়েছিল। লোগো পরিবর্তনের বিষয়টি মঙ্গলবার (২২...