রাজবাড়ীর কালুখালীতে তুষার শেখ নামে এক ভুয়া পুলিশকে আটক করেছে সেনাবাহিনী।
সোমবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার সোনাপুর মোড় থেকে তাকে আটক করা হয়।
তুষার শেখ কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার একতারপুর শেখপাড়া গ্রামের মৃত জয়নুল শেখের ছেলে।
সেনা সূত্রে জানা গেছে, স্থানীয়ভাবে পুলিশ পরিচয়ে ঘোরাফেরার খবর পেয়ে কালুখালী সেনা ক্যাম্পের একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে তুষারকে আটক করে।
পরে জিজ্ঞাসাবাদ শেষে তাকে কালুখালী থানায় হস্তান্তর করা হয়। থানার এসআই মো. রিপন মোল্লা তুষারকে গ্রহণ করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তুষার জানান, তার বড় ভাই আয়নাল শেখ বর্তমানে পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত।
ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা বলেন, পুলিশ পরিচয়ে কেউ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়লে সাধারণ মানুষ সহজেই বিভ্রান্ত হতে পারে। তাই এ ধরনের ভুয়া পরিচয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

-20250818162055.webp)

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন