আগামী ২৬ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত চীনের ইউনান প্রদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে আঞ্চলিক সাংস্কৃতিক উৎসব। আঞ্চলিক সাংস্কৃতিক বিনিময় ও সহযোগিতা বৃদ্ধির অংশ হিসেবে চীনে সপ্তমবারের মতো এ উৎসব আয়োজন করা হচ্ছে। যেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্রের সাবেক সাধারণ সম্পাদক মো. সাঈদ মাহাদী সেকেন্দার।
সপ্তাহব্যাপী এই আয়োজনে সাংস্কৃতিক অভিজ্ঞতা বিনিময়, গোলটেবিল আলোচনা, প্রশিক্ষণ এবং ইউনান অঞ্চলের কুজিং, কুনমিং শহরসহ ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন করবেন অংশগ্রহণকারীরা।
এ আয়োজনে চীনের আয়োজক কমিটির অর্থায়নে অংশ নেবেন মাহাদী সেকেন্দার। তিনি দীর্ঘদিন ধরে শিক্ষা, গবেষণা, সাংস্কৃতিক ও গণমাধ্যম অঙ্গনে কাজ করছেন। বর্তমানে মাহাদী সেকেন্দার দেশের স্বনামধন্য গণমাধ্যম এটিএন নিউজে স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত। পাশাপাশি তিনি ঢাকার সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন প্রভাষক হিসেবেও কর্মরত।
উল্লেখ্য, মাহাদী সেকেন্দার ২০২৪ সালে রাশিয়া সরকারের আমন্ত্রণে বিশ্ব যুব উৎসবে অংশগ্রহণ করেন। এ ছাড়া রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতাও রয়েছে।
তিনি খুলনা সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক এবং রাজধানীর নটর ডেম কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। সাফল্যের সঙ্গে অর্জন করেন প্রথম শ্রেণিতে প্রথম স্থান। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি একাধিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের দায়িত্বও পালন করেন মাহাদী সেকেন্দার।

-20251117221906.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন