রাজধানীর খিলক্ষেত থানার কুড়িল ঘাটপাড় আমান হাউজিংয়ের ২য় তলায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন শীলা খাতুন (২৮) নামের এক গৃহবধূ।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বেলা সাড়ে ১২টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত শীলার বোন সুমা আক্তার জানান, ‘আমার বোন একটু রাগী প্রকৃতির ছিল। স্বামী-স্ত্রীর পারিবারিক কলহের জেরে নিজ রুমে চলে যায়। পরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। আমরা দেখতে পেয়ে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
তিনি আরো জানান, আমাদের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ জেলা সোনারগাঁও থানা হারিয়া গ্রামে মৃত আনোয়ার হোসেনে মেয়ে,বর্তমানে খিলক্ষেতের কুড়িল ঘাট পার আরমান হাউসিং এর দ্বিতীয় তলায় স্বামী মিজানুর রহমানের সঙ্গে থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। বাহক সুমা।

-20251117215811.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন