বেতন না বাড়ানোর অভিযোগ তুলে সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের কর্তব্যরত নার্সরা কর্মবিরতি পালন করেছেন।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের কর্তব্যরত নার্সরা কর্মবিরতি পালন করেন।
তারা জানান, সর্বশেষ বেতন বৃদ্ধির পর চিকিৎসকদের তিন দফায় বেতন বাড়ানো হলেও নার্সদের বেতন বাড়ানো হয়নি। এই বৈষম্যের প্রতিবাদ আগেও করা হয়েছে। কিন্তু কর্তৃপক্ষ কোনো সাড়া না দিয়ে সম্প্রতি আবার চিকিৎসকদের বেতন বৃদ্ধি করেছে। এতে নার্সদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
এছাড়াও হাসপাতালের পরিচালককে অপসারণের পর থেকে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে।
এদিকে কর্মবিরতি চলাকালীন হাসপাতালের উপ-পরিচালক ডা. আব্দুল মুনিম চৌধুরীর স্বাক্ষরিত হাসপাতালের সিনিয়র স্টাফ নার্সদের বেতন বৃদ্ধি করে এক প্রজ্ঞাপন জারি করা হয়। কমিটির সিদ্ধান্ত ব্যতিরেকে এই প্রজ্ঞাপন জারিকে কমিটির অনেকে মেনে নিতে পারছেন না।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন