মুন্সীগঞ্জের গজারিয়ায় আধিপত্য বিস্তার সংক্রান্ত বিরোধের জেরে মো. জহিরুল ইসলাম জয় (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এক বছর আগে একইভাবে কুপিয়ে হত্যা করা হয় জয়ের বাবা মো. জামাল সরকারকেও।
বুধবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বাউশিয়া ইউনিয়নের চৌদ্দকাউনিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, স্থানীয় আধিপত্য নিয়ে বিরোধের জেরে প্রায় এক বছর আগে দুর্বৃত্তরা জামাল সরকারকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। ওই মামলায় গ্রেপ্তার হয়ে কিছুদিন জেল খাটার পর জামিনে বের হয় একই গ্রুপের কয়েকজন সদস্য।
পরিবারের অভিযোগ, জামিনে বের হওয়ার পর থেকেই তারা নানা হুমকি পেতে থাকেন। বুধবার রাতে সুযোগ পেয়ে জয়কে একা অবস্থায় পেয়ে দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক জয়কে মৃত ঘোষণা করেন।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল আলম আজাদ বলেন, ঘটনার পরপরই পুলিশ মাঠে নেমেছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
এক বছরের ব্যবধানে একই পরিবারের দুই সদস্যকে একই কায়দায় হত্যার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

