ঢাকা বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

নিউজিল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গ জয় করতে গিয়ে দুই পর্বতারোহীর মৃত্যু

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৫, ০৪:৫৭ পিএম
নিউজিল্যান্ডের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ অওরাকি। ছবি- সংগৃহীত

নিউজিল্যান্ডের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ ‘অওরাকি’ অতিক্রমের চেষ্টায় দুই পর্বতারোহীর মৃত্যু হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, মঙ্গলবার (২৫ নভেম্বর) তারা দুর্ঘটনার শিকার হন।

বুধবার (২৬ নভেম্বর) স্থানীয় পুলিশ মাউন্ট কুক এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করে। নিহতদের একজন যুক্তরাষ্ট্রের নাগরিক বলে জানা গেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, চারজনের একটি দল ৩,৭২৪ মিটার উচ্চতার চূড়ায় ওঠার চেষ্টা করছিল। গত সোমবার গাইডকে সঙ্গে নিয়ে তারা যাত্রা শুরু করেন। পথে হঠাৎ তুষারধসে তারা নিচে ছিটকে পড়ে। রাতভর হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার অভিযান চালানো হয় এবং ভোরে দুইজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। পরে অপর দুই পর্বতারোহীর মরদেহও পাওয়া যায়।

দক্ষিণ আল্পস অঞ্চলের আওরাকি মাউন্ট কুক তার বিস্তৃত ফাটল ও হঠাৎ বদলে যাওয়া প্রতিকূল আবহাওয়ার জন্য অভিজ্ঞ পর্বতারোহীদের কাছেও চ্যালেঞ্জিং হিসেবে পরিচিত। পূর্বেও এই শৃঙ্গ আরোহনে গিয়ে বহু অভিযাত্রী তুষারধসের মুখোমুখি হয়েছেন।