ঢাকা বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

ফের লাইভে এসে বিস্ফোরক অভিযোগ আবু ত্বহার স্ত্রীর

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৫, ০২:৩৩ পিএম
স্ত্রী সাবিকুন নাহার ও আবু ত্বহা মোহাম্মদ আদনান । ছবি - সংগৃহীত

ইসলামী বক্তা আবু ত্বহা মোহাম্মদ আদনানের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলেছেন তার স্ত্রী সাবিকুন নাহার।

তিনি দাবি করেছেন, বিয়ের পর থেকেই আবু ত্বহা নিয়মিতভাবে তাকে নির্যাতন করে আসছেন।

বুধবার (১৫ অক্টোবর) রাতে একটি সংবাদমাধ্যমের লাইভ টক শোতে যোগ দিয়ে এসব অভিযোগ করেন সাবিকুন নাহার।

তিনি বলেন, আবু ত্বহা মানসিকভাবে অসুস্থ-এ কথা তিনি নিজেই আমাকে বলেছেন। কোনো কারণ ছাড়াই ‘শাসনের’ নামে আমাকে অসংখ্যবার মারধর করেছেন। এমনকি মারধরের কারণে আমি অসুস্থ হয়ে পড়লেও তিনি খোঁজ নেননি।

সাবিকুন নাহার আরও বলেন, তিনি দুদিন পরপর আমাকে মারধর করেন, চিৎকার করে বাসায় ভাঙচুর করেন। এসব ঘটনার অনেক প্রমাণ আমার কাছে আছে। কিন্তু তিনি অন্যদের কাছে সব অস্বীকার করেন।

নিজের জীবনের কঠিন অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, আমি না খেয়ে ওকে খাওয়াইতাম, কিন্তু তার মধ্যে কোনো কৃতজ্ঞতাবোধ নেই। গুমের সময় তাকে উদ্ধারে আমরা অনেক চেষ্টা করেছি, তবুও সে কৃতজ্ঞতা দেখায়নি। আমার সংসার শেষ হয়ে গেছে। এখন সে উন্মাদ হয়ে গেছে, নিজেকে বাঁচাতে যা ইচ্ছা তাই বলছে। তার সমর্থকেরা আমাকে গালাগালি করছে।