ঢাকা শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫

রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে লড়ছে আফ্রিকার ৩৬ দেশের ১৪০০ নাগরিক

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৫, ০৩:৫৮ পিএম
প্রতীকী ছবি।

রাশিয়ার হয়ে ইউক্রেনে বিরুদ্ধে যুদ্ধ করতে আফ্রিকার ৩৬ দেশের ১৪০০ নাগরিক যোগ দিয়েছেন বলে অভিযোগ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা। শুক্রবার (৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সিবিহা বলেন, ‘রাশিয়ান সেনাবাহিনীতে বিদেশি নাগরিকদের পরিণতি খুবই দুর্ভাগ্যজনক।’

তিনি অভিযোগ করেন, রাশিয়া আফ্রিকানদের এমন চুক্তিতে সই করতে প্রলুব্ধ করছে, যা কার্যত তাদের জন্য মৃত্যুদণ্ডের সমান। সিবিহা আফ্রিকান দেশগুলোর সরকারকে এ বিষয়ে তাদের নাগরিকদের সতর্ক করার জন্য আহ্বান জানিয়েছেন।

সিবিহা আরও বলেন, নিয়োগ পাওয়া এসব যোদ্ধার অধিকাংশকেই তথাকথিত ‘মাংস আক্রমণে’ পাঠানো হয়, যেখানে তারা অল্প সময়ের মধ্যেই নিহত হয়। ইউক্রেনের হাতে আটক হওয়া বেশিরভাগ বিদেশি যোদ্ধাই তাদের প্রথম যুদ্ধ অভিযানেই ধরা পড়েছে।

সম্প্রতি ইউক্রেনের এই অভিযোগের স্বপক্ষে কিছু তথ্যও সামনে এসেছে। দক্ষিণ আফ্রিকা জানিয়েছে, তাদের ১৭ জন নাগরিক রাশিয়ার ভাড়াটে বাহিনীর সঙ্গে যুক্ত হয়েছে এবং তাদের কয়েকজন দেশে ফেরার জন্য সাহায্যের আবেদন করেছে। অন্যদিকে কেনিয়াও জানিয়েছে, তাদের কিছু নাগরিক না জেনেই যুদ্ধে জড়িয়ে পড়েছে এবং বর্তমানে রাশিয়ার বিভিন্ন সামরিক শিবিরে আটক রয়েছে।