ঢাকা শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

নিউইয়র্ক দারুণ এক মেয়র পাচ্ছে : মামদানির সঙ্গে বৈঠকের পর ট্রাম্প

রূপালী ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৫, ০৬:৫৭ এএম
ওভাল অফিসে ট্রাম্প মামদানির বৈঠক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানিকে অভিনন্দন জানিয়েছেন। শুক্রবার ওভাল অফিসে দুজনের বৈঠক শেষে ট্রাম্প একে ‘দারুণ’ ও ‘খুব ফলপ্রসূ’ বলে মন্তব্য করেন।

রেজলুট ডেস্কের পাশে দাঁড়িয়ে ট্রাম্প বলেন, আমরা মাত্রই একটি চমৎকার বৈঠক করলাম, একটি সত্যিই ভালো, অত্যন্ত ফলপ্রসূ বৈঠক।

তীব্র রাজনৈতিক মতপার্থক্যের পরও দুজনের মিল থাকা অগ্রাধিক্যের কথাও উল্লেখ করেন ট্রাম্প। তিনি বলেন, আমাদের একটা বড় মিল, আমরা দুজনেই চাই নিউইয়র্ক আরও ভালো করুক। আমি তাকে অভিনন্দন জানিয়েছি। আমরা যেসব বিষয়ে একমত, যেমন—হাউজিং, বাড়ি নির্মাণ, খাদ্যের দাম—এসব নিয়ে কথা বলেছি। তেলের দামও অনেক কমে এসেছে।

নতুন মেয়রকে উদ্দেশ্য করে ট্রাম্প সদিচ্ছার বার্তাও দেন এবং বলেন, মামদানি সম্ভবত রক্ষণশীল ও উদারপন্থী উভয়কেই বিস্মিত করতে পারেন।

ট্রাম্প বলেন, আমি মনে করি নিউইয়র্ক সত্যিই একজন দারুণ মেয়র পেতে যাচ্ছে। তিনি যত ভালো করবেন, আমি ততই খুশি হব। এখানে কোনো দলের পার্থক্য নেই।

তিনি আরও যোগ করেন, আমার মনে হয় তিনি কিছু রক্ষণশীলকেও, আবার কিছু উদারবাদীকেও চমকে দেবেন।